বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৯ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১ জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

Last Updated on নভেম্বর ২৩, ২০২৪ by

চাঁপাইনবাবগঞ্জে বাসদের লাল পতাকা মিছিল

চাঁপাইনবাবগঞ্জে লাল পতাকা মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা। শনিবার দুপুরে বাসদের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ১০৭তম রুশ বিপ্লব বার্ষিকী উপলক্ষে এই কর্মসূচির আয়োজন করা হয়।
নবাবগঞ্জ সরকারি কলেজের সামনে থেকে দুপুর ১২টার দিকে মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক ঘুরে কলেজের সামনে সমাবেশে মিলিত হয়।
সংগঠনের জেলা সমন্বয়ক রতিলাল পাহানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেনÑ বাসদের কেন্দ্রীয় সদস্য ওয়াজেদ পারভেজ, নওগাঁ জেলা সমন্বয়ক জয়নাল আবেদীন, সিপিবি জেলা শাখার সভাপতি ইসরায়েল সেন্টুসহ আরো অনেকে। সমাবেশ সঞ্চালনা করেন লুইস মুরমু।
বক্তারা বলেন, রক্তক্ষয়ী বৈষম্যবিরোধী আন্দোলনের পর অন্তর্বর্তী সরকারের বৈষম্যবিরোধী সুনির্দিষ্ট কোনো কর্মসূচি পরিলক্ষিত হচ্ছে না। সিন্ডিকেট ভেঙে দ্রব্যমূল্য কমাতে ব্যর্থ হয়েছে সরকার। ক্রমশ হতাশ হচ্ছে মানুষ। কালক্ষেপণ না করে প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচনের পথনকশা ঘোষণার দাবি জানান তারা।

About The Author

শেয়ার করুন