Last Updated on ডিসেম্বর ২৯, ২০২৪ by
চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিয়ে প্রতিরোধে কমিউনিটি সংলাপ
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের রামজীবনপুর গ্রামে বাল্য বিয়ে, নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ এবং প্রতিবন্ধী শিশু-কিশোর-কিশোরীর অধিকার বিষয়ক কমিউনিটি সংলাপ অনুষ্ঠিত হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন ও ইউনিসেফের সহায়তায় প্রথম আলো বন্ধুসভা এই সংলাপের আয়োজন করে।
গ্রামের একটি আমবাগানে অনুষ্ঠিত এ সংলাপে নারীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বক্তব্য দেন বন্ধুসভার সভাপতি আরাফাত মিলেনিয়াম, নাফিসা আনজুম, মাশরুফা খাতুন, নাফিউল ইসলাম।
অংশগ্রহণ করা নারীরা বাল্য বিয়ে প্রতিরোধে ভূমকিা রাখার প্রতিশ্রুতি দেন।
আরাফাত মিলেনিয়াম বলেন, সারাদেশের মধ্যে চাঁপাইনবাবগঞ্জে বাল্য বিয়ের হার অনেক বেশি। বাল্যবিয়ে রোধে দরকার জনসচেতনতা। এ লক্ষ্যে ইতোমধ্যে বন্ধুসভা নানা কর্মসূচি বাস্তবায়ন করেছে। যার মধ্যে ছিল গম্ভীরা গান, নাটক, উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ, উঠান বৈঠক, আলোচনা সভা।