চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

6

চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ প্রতিদিন পত্রিকা দুই যুগে প্রবেশ করেছে। এ উপলক্ষে মঙ্গলবার আলোচনা ও কেক কাটার আয়োজন করা হয়।
বেলা ১১টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেস ক্লাবে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন- চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ। সঞ্চালনা করেন বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি রফিকুল আলম।
অনুষ্ঠানে আরো বক্তব্য দেন- সাপ্তাহিক সীমান্তের কাগজের সম্পাদক জাফরুল আলম, চাঁপাইনবাবগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শহীদুল হুদা অলক, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ডাবলু কুমার ঘোষ, সিটি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কামাল সুকরানা, দৈনকি চাঁপাই দর্পণের সম্পাদক আশরাফুল ইসলাম রঞ্জু, নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষক নেতা আসলাম কবীর, পৌর কাউন্সিলর জিয়াউর রহমান আরমান, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আরিফুর রেজা ইমন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ফাইজার রহমান কনক।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, বাংলাদেশ প্রতিদিন একটি বহুল প্রচারিত পত্রিকা। মাত্র ৫ টাকায় পত্রিকাটিতে সারাদেশের সংবাদ ও বিনোদন পাওয়া যায়। বাংলাদেশ প্রতিদিন সত্য প্রকাশে আপোসহীন থাকে। আগামীতেও সত্য ও ন্যায় প্রতিষ্ঠার ক্ষেত্রে আপোসহীন থাকবে।
এ সময় বক্তারা পত্রিকাটির আগামীর সাফল্য আর উত্তরোত্তর মঙ্গল কামনা করেন।