বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৯ কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

Last Updated on অক্টোবর ২৮, ২০২৪ by

চাঁপাইনবাবগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে বিনামূল্যে সবজির চারা বিতরণ

চাঁপাইনবাবগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে লাউ, বেগুন ও মরিচের চারা বিতরণ করেছে এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়। সোমবার চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার রানীহাটি ও দুর্লভপুর ইউনিয়নের প্রায় ৩০০ কৃষক পরিবারের মধ্যে এসব চারা বিতরণ করা হয়।
চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. আফতাবুজ্জামান-আল- ইমরান। বিশেষ অতিথি ছিলেন শিবগঞ্জ উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. নয়ন মিয়া। শিবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সার্বিক সহযগিতায় আয়োজিত বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক কৃষিবিদ ড. মো. সাহেব আলী প্রামানিক।
প্রধান অতিথি তার বক্তব্যে বানভাসী মানুষের জন্য সবজির চারা উৎপাদন এবং বিনামূল্যে বিতরণের উদ্যোগ গ্রহণ করায় এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ভূয়সী প্রশংসা করেন।
অনুষ্ঠানের সভাপতি ড. সাহেব আলী প্রামাণিক তার বক্তব্যে বলেন, এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ দেশের একমাত্র গবেষণাধর্মী বেসরকারি কৃষি বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়টি তার প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের বিশেষ করে চাঁপাইনবাবগঞ্জের মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে গবেষণা এবং শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আমরা সর্বদা আপনাদের পাশে আছি, কারণ এই বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জের আপামর মানুষের কল্যাণের জন্য।
উল্লেখ্য, এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিশ্ববিদ্যালয়ের আমনুরাস্থ স্থায়ী ক্যাম্পাসের গবেষণা মাঠে লাউ, বেগুন ও মরিচের চারা উৎপাদনের কাজ শুরু করেন। তাদের নিয়মিত পরিচর্যায় বেড়ে ওঠা এসব চারা বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে বিতরণ করা হলো।

About The Author

শেয়ার করুন