চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে ১০ গরুর মৃত্যু

39

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে পাঁচ কৃষকের ১০টি গরু মারা গেছে। গত বৃহস্পতিবার রাত সাড়ে সাতটার দিকে সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের বাখর আলী গ্রামের সাদ্দামের চরে এ ঘটনা ঘটে। এতে হাবিবুর রহমানের একটি ও এরফারনের একটি ষাঁড়, বাবুর দুটি গাভী, সামিরের তিনটি ও বাশিরের তিনটি গাভী মারা গেছে। শুক্রবার ঘটনাস্থল পরিদর্শন করেছেন সদর উপজেলা নির্বাহী অফিসার ইফফাত জাহান।
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মোস্তাফিজুর রহমান ও সদর উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে বাখর আলী এলাকায় সাদ্দামের চরে গরুগুলো রাখা হয়। রাত সাড়ে ৭টার দিকে হঠাৎ বজ্রসহবৃষ্টি ও ঝড়ো হাওয়া শুরু হলে বজ্রপাতে এই দশটি গরু মারা যায়।
ডা. মো. মোস্তাফিজুর রহমান বলেন, বজ্রপাতে আটটি গাভী ও দুটি ষাঁড় মারা গেছে। যাদের গরু মারা গেছে তাদের একটি তালিকা করা হয়েছে।এ ব্যাপারে সদর উপজেলা নির্বাহী অফিসার ইফফাত জাহান গৌড় বাংলাকে বলেন-“আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। পরিদর্শনকালে ক্ষতিগ্রস্তদের আবেদন করতে বলেছি। তারা আবেদন করলে আমরা সহযোগিতার চেষ্টা করব “