চাঁপাইনবাবগঞ্জে বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন করছে জেলাবাসী

17

চাঁপাইনবাবগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২২ যথাযথ মর্যাদায় উদযাপন হচ্ছে। এ-উপলক্ষে জেলা ও প্রশাসন, আওয়ামী লীগ এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠন, সরকারি-বেসরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন বিভিন্ন কর্মসূচি আয়োজন করে। জেলা প্রশাসনের আয়োজনে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সকল সরকারি, আধা- সরকারি, বেসরকারি,স্বায়ত্বশাসিত এবং ব্যক্তিমালিকানাধীন ভবনসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
বৃহস্পতিবার (১৭ মার্চ) সকাল সাড়ে ১০ টায় হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় সংলগ্ন মুক্তমঞ্চে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খানসহ অন্যান্য কর্মকর্তা, জেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আশরাপুল হকসহ অন্যরা, পৌর মেয়র মো. মোখলেসুর রহমানসহ অন্যরা, পুলিশ সুপার এএইচএম আবদুর রকিব, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ খান, সকল সরকারি, আধা- সরকারি, বেসরকারি,স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান, প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটিসহ এনজিওগুলোর কর্মকর্তারা।
সকাল সাড়ে ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বঙ্গবন্ধ মঞ্চে জেলা প্রশাসন আয়োজন করে শিশু সমাবেশ ও কেক কাটার। বিশাল আকারের কেকটি কেটে শিশুদের খাওয়ানো হয়। এসময় জেলা প্রশাসক এ কে এম গালিভ খান, পৌর মেয়র মো. মোখলেসুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দেবেন্দ্র নাথ উরাঁও, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মহসীন মৃধা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আহমেদ মাহবুব-উল-ইসলামসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
এ ছাড়া মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ১৭-২৩ মার্চ মুক্তির উৎসব ও সুবর্ণ জয়ন্তী মেলার আয়োজন করেছে জেলা প্রশাসন। জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করা হয়।
আজ বিকেল ৪টায় বঙ্গবন্ধু মঞ্চে আলোচনা সভা ও পুরস্কার বিতরণের আয়োজন করা হয়েছে।
অন্যদিকে জেলার শিবগঞ্জ, গোমস্তাপুর, নাচোল ও ভোলাহাট উপজেলায় নানান কর্মসূচির মধ্যদিয়ে দিবসটি উদযাপন করা হচ্ছে।