চাঁপাইনবাবগঞ্জে ফার্মাসিটিউক্যাল রিপ্রেজেন্টিটিভদের মানববন্ধন

110

কথায় কথায় চাকরী থেকে ছাঁটাই বন্ধ ও সরকারি চাকরীজীবীদের সাথে সামঞ্জস্যপূর্ণ বেতন কাঠামো তৈরীরসহ ঔষধ শিল্পে নিয়োজিত রিপ্রেজেন্টেটিভদের ৫ দফা দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ফার্মাসিটিউক্যাল রিপ্রেজেন্টিটিভরা।রবিবার সকালে জেলা শহরের ডায়াবেটিস মোড়ে বাংলাদেশ ফার্মাসিটিউক্যাল রিপ্রেজেন্টেটিভ এ্যাসোসিয়েশন (ফারিয়া), চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার ব্যানারে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে এই কর্মসূচির পালন করা হয়। মানববন্ধন চালাকালে বক্তব্য দেন, জেলা ফারিয়ার সভাপতি নাসিরুল হক, সাধারণ সম্পাদক, জামিউল ইসলাম সোহেল, সাবেক সভাপতি আজহারুল ইসলাম পিন্টু, যুগ্ন সম্পাদক শহিদুল ইসলাম নয়ন, সদস্য আবু সাঈদ প্রমুখ। এ সময় কর্মসূচির সাথে একাত্মতা ঘোষণা করে বক্তব্য দেন জেলা বিএমএ’র সভাপতি ডা. দুরুল হোদা।