চাঁপাইনবাবগঞ্জে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে জেলাশহরের বেলেপুকুরে অবস্থিত প্রয়াসের প্রধান কার্যালয়ের নকীব হোসেন মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সংস্থাটির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক হাসিব হোসেন। সভা পরিচালনা করেন পরিচালক মুখলেছুর রহমান।
দিনব্যাপী অনুষ্ঠিত সমন্বয় সভায় প্রয়াসের চলমান কার্যক্রম ও সংস্থার কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধি বিষয়ে আলোচনা হয়। সেই সাথে সংস্থার কার্যক্রম দক্ষতার সাথে এগিয়ে নিতে উপস্থিত কর্মকর্তাদের দিকনির্দেশনা দেন প্রয়াসের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক হাসিব হোসেন। তিনি তার বক্তব্যে বলেনÑ চাঁপাইনবাবগঞ্জে জন্ম নেয়া প্রয়াস বর্তমানে বাংলাদেশের রাজশাহী ও রংপুর বিভাগের ৭ জেলার ৩০টি উপজেলায় কাজ করছে। এসব এলাকায় প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি ক্ষুদ্র ঋণ কার্যক্রম পরিচালনার পাশাপাশি বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করছে। এসব এলাকায় দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, নারীর ক্ষমতায়ন, ক্ষুদ্র উদ্যোক্তা তৈরি, কৃষি, প্রাণী ও মৎস্য খাতের উন্নয়নে নতুন নতুন প্রযুক্তির সম্প্রসারণ, কৃষকদের দক্ষতা উন্নয়নে সহায়তা ও প্রশিক্ষণ প্রদানে কাজ করছে। সেই সাথে শিক্ষা, স্বাস্থ্য, বাল্যবিয়ে ও মানবপাচার প্রতিরোধসহ নানা বিষয়ে কাজ করছে প্রয়াস। এছাড়াও প্রয়াসের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে প্রয়াস ফোক থিয়েটার ইনস্টিটিউট (পিএফটিআই), রেডিও মহানন্দা ৯৮.৮এফএম ও প্রয়াস হসপিটাল।
সভায় আরো উপস্থিত ছিলেনÑ প্রয়াসের জ্যেষ্ঠ সহকারী পরিচালক (নিরীক্ষা) আবুল খায়ের খান, সহকারী পরিচালক তাজেমুল হক, জুলফিকার আলী ও মমিনুল ইসলাম, কনিষ্ঠ সহকারী পরিচালক মু. তাকিউর রহমান, আব্দুস সালাম, তানভির আহম্মেদ রিয়াদ, ফারুক আহম্মেদ ও আবুল কালাম আজাদসহ সকল আঞ্চলিক ব্যবস্থাপক, কৃষি-মৎস্য ও প্রাণিসম্পদ কর্মকর্তা এবং বিভিন্ন প্রকল্পের ব্যবস্থাপকগণ।