চাঁপাইনবাবগঞ্জে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির উদ্যোগে বাংলা নববর্ষ ১৪২৯ কে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে বেলেপুকুর থেকে একটি বর্ণিল শোভাযাত্রা বের করা হয়। সংস্থাটির নির্বাহী পরিচালক হাসিব হোসনের নেতৃত্বে বের হওয়া শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসন আয়োজিত কর্মসূচিতে অংশগ্রহণ করে। কর্মসূচিতে প্রয়াসের কর্মকর্তা কর্মচারী, রেডিও মহানন্দার কর্মকর্তা ও স্বেচ্ছাসেবক, প্রয়াস ফোক থিয়েটার ও গৌড় বাংলার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। পুরাতনের যা কিছু অকল্যাণকর তার সব কিছু মুছে ফেলে যা কিছু ভালো তা বুকে ধারণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়নের ধারায় সবাইকে আত্মনিয়োগ করার আহ্বান জানান প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির নির্বাহী পরিচালক হাসিব হোসেন।