স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন করেছে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় জেলা শহরের বেলেপুকুরে অবস্থিত প্রয়াসের প্রধান কার্যালয় থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি আব্দুল মান্নান সেন্টু মার্কেটের সামনে গিয়ে শেষ হয়। সেখানে মুক্তমঞ্চে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, প্রয়াসের সহকারী পরিচালক (নিরীক্ষণ) আবুল খায়ের খান, ব্যবস্থাপক তানভির আহম্মেদ রিয়াদ, আঞ্চলিক ব্যবস্থাপক আবুল কালাম, দৈনিক গৌড় বাংলার বার্তা সম্পাদক সাজিদ তৌহিদ, প্রয়াস ফোক-থিয়েটার ইনস্টিটিউট এর টিম লিডার আজিজুর রহমানসহ অন্যরা।