সোমবার, ১৪ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ মহর্‌রম, ১৪৪৭ হিজরি

Last Updated on জানুয়ারি ১, ২০২৫ by

চাঁপাইনবাবগঞ্জে প্রাথমিকে প্রায় শতভাগ পেলেও মাধ্যমিকে স্বল্প সংখ্যক বই মিলেছে

চাঁপাইনবাবগঞ্জে এবার প্রাথমিক বিদ্যালয়ের জন্য প্রায় শতভাগ বই পাওয়া গেছে। এবার চাহিদা রয়েছে ৯ লাখ ২৬ হাজার বাইয়ের। এর বিপরীতে পাওয়া গেছে ৭ লাখ বই।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. জেছের আলী এই তথ্য নিশ্চিত করে জানান, ৪র্থ ও ৫ম শ্রেণীর কিছু বই এখনো পাওয়া যায়নি। তবে দ্রুতই পাওয়া যাবে বলে তিনি আশবাদ ব্যক্ত করেন।
অন্যদিকে ভারপ্রাপ্ত জেলা শিক্ষা অফিসার মো. আব্দুল মতিন জানান, শুধুমাত্র ৯ম ও ৭ম শ্রেণীর বাংলা, ইংরেজি ও অঙ্ক এই তিন বিষয়ের বই পাওয়া গেছে। তিনি জানান, বইয়ের চাহিদা রয়েছে ২৯ লাখ ৫৬ হাজার ৭৬৭টি। এর মধ্যে এখন পর্যন্ত পাওয়া গেছে ৮৯ হাজার ৮৪টি বই। তিনি আরো জানান, এই মুহূর্তে সঠিক তথ্য দেয়া কঠিন। কারণ বই নিয়ে একের পর এক গাড়ি আসছে।
এদিকে যেসব বই পাওয়া গেছে সেসব বই বুধবার বছরের প্রথম দিন থেকেই স্কুলগুলো থেকে বিতরণ শুরু হয়েছে।

About The Author

শেয়ার করুন