চাঁপাইনবাবগঞ্জে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতায় নামোশংকরবাটীর জয়

57

gourbangla logoচাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় চাঁপাইনবাবগঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রাইম ব্যাংক জাতীয় স্কুল প্রতিযোগিতায় বুধবারের খেলায় জয় পেয়েছে নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়। তারা ৬ উইকেটে নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে। প্রথমে ব্যাট করতে নেমে নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয় ২৮.২ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১১৯ রান সংগ্রহ করে। দলের পক্ষে পল্বাবন ৩২, শাকিল ২৩ রান করে। নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়ের বোলার আজম ৪ ওভার ৮ রান ৩ টি, সিফাত ৬.২ ওভার ৪১ রানে ৩ টি উইকেট লাভ করে। ১২০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয় ২৭.১ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়লাভ করতে সক্ষম হয়। দলের পক্ষে সুলাইমান ৪০, শিহাব ৩০ রান করে। নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের বোলার শামীম ৮ ওভার ১৯ রানে ২ টি, পাপ্পু ৪ ওভার ১২ রানে ১ টি উইকেট লাভ করে। আজকের খেলায় অংশগ্রহণ করবে গ্রীনভিউ উচ্চ বিদ্যালয় ও নয়াগোলা উচ্চ বিদ্যালয়।