চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় চাঁপাইনবাবগঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রাইম ব্যাংক জাতীয় স্কুল প্রতিযোগিতায় বুধবারের খেলায় জয় পেয়েছে গ্রীনভিউ উচ্চ বিদ্যালয়। তারা ১৩০ রানে আলীনগর উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে। প্রথমে ব্যাট করতে নেমে গ্রীনভিউ উচ্চ বিদ্যালয় ৪২ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২০৯ রান সংগ্রহ করে। দলের পক্ষে দলের পক্ষে বাক্কার ৭৫, বাশির ২৩ রান করে। আলীনগর উচ্চ বিদ্যালয়ের বোলার ফাহাদ ৯ ওভার ২৮ রান ৫ টি, আব্দুল্লাহ ৩ ওভার ২১ রানে ২ টি উইকেট লাভ করে। ২১০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে আলীনগর উচ্চ বিদ্যালয় ২৬.২ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৭৯ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে জিহাদ ৩২, রায়হান ১২ রান করে। গ্রীনভিউ উচ্চ বিদ্যালয়ের বোলার আবির ৮.২ ওভার ১৭ রানে ৫ টি, আসিফ ৫ ওভার ৪ রানে ২ টি উইকেট লাভ করে। আজকের খেলায় অংশগ্রহণ করবে ফুলকুড়ি ইসলামিক একাডেমী ও হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়।