চাঁপাইনবাবগঞ্জে প্রাইভেটকার ও ৫০ কেজি গাঁজাসহ দুজন গ্রেপ্তার

55

চাঁপাইনবাবগঞ্জে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর টোলপ্লাজার সামনে হতে ৫০ কেজি ৩০০ গ্রাম গাঁজা, একটি প্রাইভেটকারসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে র‌্যাব জানিয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- সিরাজগঞ্জ জেলার সদর উপজেলার পূর্ব বোদ্য ডোলডোপ এলাকার মো. সামছুল ইসলাম শেখের ছেলে মো. নাজমুল হোসেন (৩১) ও শেরপুরের মো. মোক্তার হোসেন ওরফে মোবারকের স্ত্রী মোছা. নাসরিন আক্তার (৩২)।
র‌্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল রবিবার দিবাগত রাতে অভিযান চালিয়ে গাঁজাসহ তাদেরকে গ্রেপ্তার করে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প আরো জানায়, গাঁজার একটি বড় চালান আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই স্থানে অভিযান চালিয়ে একটি প্রাইভেটকারে থাকা ৫০ কেজি ৩০০ গ্রাম গাঁজাসহ এই দুজনকে গ্রেপ্তার করা হয়।