Last Updated on জুলাই ৩, ২০২৫ by
চাঁপাইনবাবগঞ্জে প্রস্তুত ৩ হাজার হেক্টর বীজতলা
৫৪ হাজার হেক্টর জমিতে শুরু হচ্ছে আমন আবাদ
চাঁপাইনবাবগঞ্জের পাঁচটি উপজেলায় শুরু হতে হচ্ছে রোপা আমন আবাদ। এবার আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৫৪ হাজার ১১৫ হেক্টর জমিতে। এজন্য ৩ হাজার ৬২ হেক্টর জমিতে বীজতলা প্রস্তুত করে চারা তৈরি করা হয়েছে। এই ৫৪ হাজার ১১৫ হেক্টর জমি থেকে এবার চাল উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে প্রায় ২ লাখ মেট্রিক টন।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, এবার সদর উপজেলায় ১০ হাজার ৩৯৫ হেক্টর জমিতে রোপা আমন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এজন্য ৭০০ হেক্টর জমিতে চারা তৈরি করা হয়েছে। শিবগঞ্জ উপজেলায় রোপা আমনের আবাদ সবচেয়ে কম হয়। এবার ৬০০ হেক্টর জমিতে আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এজন্য ৩২ হেক্টর জমিতে চারা তৈরি করা হয়েছে। গোমাস্তাপুর উপজেলায় আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১৫ হাজার ৬৭০ হেক্টর জমি। এজন্য চারা তৈরি করা হয়েছে ১ হাজার ১৫ হেক্টর জমিতে।
সবচেয়ে বেশি আবাদ হয় নাচোল উপজেলায়। এবার নাচোল উপজেলায় আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২২ হাজার ৪০০ হেক্টর জমি। এজন্য ১ হাজার ১০ হেক্টর জমিতে চারা তৈরি করা হয়েছে। আর ভোলাহাট উপজেলায় আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৫০ হেক্টর জমি। এই জমির জন্য ৩০৫ হেক্টর জমিতে চারা তৈরি করা হয়েছে।
জানা যায়, এবার বৃষ্টির কারণে বোরো ধান ঘরে তুলতে মৌসুমের শেষের দিকে কৃষকের বেশ খানিকটা কষ্ট হলেও ফলন ভালো হয়েছে। বৃষ্টিনির্ভর রোপা আমনের আবাদও এবার ভালো হবে বলে মনে করছেন কৃষকরা। কেননা, বর্তমানে বৃষ্টি থাকায় ভালোভাবেই আবাদ করা যাবে। কেউ কেউ জমি প্রস্তুত শুরুও করেছেন।
তবে আগামী সপ্তাহ থেকে পুরোদমে আবাদ শুরু হবে বলে কৃষি বিভাগ জানিয়েছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক ড. ইয়াছিন আলী বলেন— আর কয়েক দিন পর থেকে জমি তৈরি ও রোপণ কাজ শুরু হবে।