সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৫ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৯ শাওয়াল, ১৪৪৬ হিজরি

Last Updated on এপ্রিল ১৬, ২০২৫ by

চাঁপাইনবাবগঞ্জে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির বর্ষবরণ

চাঁপাইনবাবগঞ্জে জাঁকমকপূর্ণ পরিবেশে নতুন বছরকে বরণ করেছে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি। এ উপলক্ষে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রার আয়োজন করা হয়। আবহমান গ্রামবাংলারে ঐতিহ্যের মিশেলে ভরপুর ছিল আনন্দ শোভাযাত্রা। যার নেতৃত্ব দেন প্রয়াসের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক হাসিব হোসেন।
শোভাযাত্রায় বেদে, জেলে, পূজারী, বর-কনে, গ্রামের নববধূ, নারী চুড়ি বিক্রেতা, বাউল, ইত্যাদি সাজে অংশ নেন প্রয়াসের কর্মীরা। এছাড়াও গ্রামবাংলার ঐতিহ্যবাহী গরুর গাড়ি।
সোমবার সকালে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রাটি জেলা শহরের বেলেপুকুর থেকে শুরু হয়ে জেলা প্রশাসনের কর্মসূচিতে অংশগ্রহণ করে।
এসময় উপস্থিত ছিলেন- প্রয়াসের পরিচালক ও রেডিও মহানন্দার স্টেশন ম্যানেজার আলেয়া ফেরদৌস, পরিচালক পঙ্কজ কুমার সরকার, যুগ্ম পরিচালক নাসের উদ্দিন, সিনিয়র সহকারী পরিচালক আবুল খায়ের খান, সহকারী পরিচালক মু. তাকিউর রহমান, কনিষ্ঠ সহকারী পরিচালক ফারুক আহমেদ, ফিরোজ আলম, শাহাদাৎ হোসেন, আবুল কালাম আজাদ, দৈনিক গৌড় বাংলার বার্তা সম্পাদক সাজিদ তৌহিদসহ প্রয়াস, রেডিও মহানন্দা, প্রয়াস ফোক থিয়েটার ইনস্টিটিউট, প্রয়াস হাসপিটালসহ বিভিন্ন প্রকল্পের কর্মকর্তাসহ অন্যরা।
আনন্দা শোভাযাত্রা শেষে গ্রিনভিউ উচ্চ বিদ্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশে শুভেচ্ছা বক্তব্য দেন- প্রয়াসের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক হাসিব হোসেন। তিনি বলেন, আমাদের মধ্যে শান্তি থাকলে রাষ্ট্রীয় জায়গায় শান্তি বজায় থাকবে- এই প্রত্যাশা আমাদের। আগামীর দিনগুলো যদি আমরা সুন্দরভাবে বিশ্লেষণ করতে পারি, অতীতের দিনগুলো বিশ্লেষণ করতে পারি, তাহলে আমাদের পথচলাটা আমরা খুঁজে পাবো।
তিনি আরো বলেন, আমরা খুব স্বল্প সময়ে আজকের আয়োজনে অংশগ্রহণ করেছি। বিগত কয়েক বছরে রোজা, করোনার পর এবার সর্বোচ্চ সংখ্যক মানুষ নিয়ে প্রয়াসের সবচেয়ে বড় আয়োজন।
হাসিব হোসেন বলেন, এই সবকিছুর পরও কবির ভাষায় বলতে চাই, মুছে যাক গ্লানি ঘুচে যাক জরা অগ্নিস্নানে শুচি হোক ধরা। আমাদের যত গ্লানি ছিল, এই অগ্নিস্নানের মধ্য দিয়ে তা দূরীভূত করব। আমরা নিজেদের মধ্যে যদি সবাই ভালো থাকি, তাহলে সবাই ভালো থাকব। যদি নিজেদের মধ্যে দুই-একজন খারাপ থাকি, তাহলেও কিন্তু সেটা ভালো নয়। সবাইকে নিয়ে ভালো থাকার চেষ্টা করাটা আমাদের মানবিক দায়িত্ব। আরেকটি কথা, মানুষ কখনো পিছনে হাঁটতে পারে না। মানুষ সবসময় সামনে হাঁটে। সবাই একে অপরের সাথে মিলে এই নববর্ষে প্রতিজ্ঞাবদ্ধ হই, আগামী দিনগুলো যত গ্লানি যত জরা আছে তা অগ্নিস্নানে সুন্দর হয়ে উঠুক- এই প্রত্যাশা করি।
সংক্ষিপ্ত সমাবেশ শেষে যেমন খুশি তেমন সাজোতে ২২ জনকে পুরস্কৃত করা হয়।

About The Author

শেয়ার করুন