শনিবার, ৫ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২০ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১ রবিউস সানি, ১৪৪৬ হিজরি

Last Updated on এপ্রিল ১৫, ২০২৪ by

চাঁপাইনবাবগঞ্জে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির বর্ষবরণ

oppo_0

রবিবার সকালে উন্নয়ন সংস্থা প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির আয়োজনে মঙ্গল শোভাযাত্রাটি বেলেপুকুর থেকে শুরু হয়ে জেলা প্রশাসনের মঙ্গল শোভাযাত্রার সঙ্গে মিলিত হয়। মঙ্গল শোভাযাত্রায় নেতৃত্ব দেন, প্রয়াসের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক হাসিব হোসেন। এসময় উপস্থিত র্ছিলেন, প্রয়াসের পরিচালক ও রেডিও মহানন্দার স্টেশন ম্যানেজার আলেয়া ফেরদৌস, প্রয়াসের জ্যেষ্ঠ পরিচালক নাসের উদ্দিন, প্রয়াসের সিনিয়র সহকারী পরিচালক আবুল খায়ের খান, সহকারী পরিচালক জুলফিকার আলী ও মমিনুল ইসলাম, কনিষ্ঠ সহকারী পরিচালক মু. তাকিউর রহমান, তানভির আহম্মেদ রিয়াদ, ফারুক আহমেদসহ প্রয়াস, রেডিও মহানন্দা, প্রয়াস ফোক থিয়েটার ইনস্টিটিউট, প্রয়াস হাসপাতালসহ বিভিন্ন প্রকল্পের কর্মকর্তাসহ অন্যরা। মঙ্গল শোভাযাত্রা শেষে বঙ্গবন্ধু মঞ্চের পাশে শুভেচ্ছা বক্তব্য দেন প্রয়াসের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক হাসিব হোসেন। তিনি বলেন, বাংলা নববর্ষ জাতীয় এবং বাঙালির কৃষ্টি ও সংস্কৃতির একটি ঐতিহ্য। এই সংস্কৃতির যে শিষ্টাচার বা ভ্রাতৃত্ববোধ বা সাম্প্রদায়িক সম্প্রীতির যে জায়গা সেটি আরো দৃঢ় হবে, প্রগতির পথে বাংলাদেশ এগিয়ে যাবে, স্মার্ট বাংলাদেশ গড়ে উঠবে সেই আশাবাদ আমি ব্যক্ত করছি।

About The Author

শেয়ার করুন