চাঁপাইনবাবগঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্থতা কামনা করে কোরানখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত কাল বৃহস্পতিবার সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ এ দোয়া মাহফিলের আয়োজন করে।
জেলা পরিষদ মিলনায়তনে মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান মো. মইনুদ্দীন মন্ডল, প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আফতাব আলী, পরিষদের সদস্য মোঃ রফিকুল আলমসহ জেলা পরিষদের কর্মকর্তা কর্মচারীরা। মোনাজাত পরিচালনা করেন মাওলানা মো. বশির আহম্মেদ।