চাঁপাইনবাবগঞ্জে প্রগতিশীল স্বেচ্ছাসেবী সংস্থা “প্রতিশ্রুতি”এর অন্যতম সংগঠক মেধাবী ছাত্র প্রয়াত আতাউর রহমানের ৫ম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। সোমবার (০২ মে) এ উপলক্ষে সংগঠনটির পক্ষ থেকে আলোচনা, মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও ইফতারির আয়োজন করা হয়। নবাবগঞ্জ সরকারি কলেজ শহিদ মিনারে সংগঠনের সমন্বয়ক আবুল কালাম সুইটের সভাপতিত্বে আয়োজিত আলোচনায় অংশগ্রহণ করেন, শাহ নেয়ামতুল্লাহ কলেজের গভর্নিং বডির সভাপতি মো. সাইদুৃর রহমান, নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শফিউল আজম, জেলা যুব লীগ ও জেলা ছাত্র লীগের সাবেক সভাপতি শহীদুল হুদা আলক, সংগঠনটির সাবেক সমন্বয়ক আবু হাসনাত সুমন। এ সময় জেলা যুব মহিলা লীগের সভাপতি ইয়াসমিন সুলতানা রুমা, জেলা স্বেচ্ছা সেবক লীগের সাধারণ সম্পাদক ফাইজার রহমান কনক, জাসদ ছাত্রলীগ নেতা আব্দুল মজিদসহ অন্যরা উপস্থিত ছিলেন।
বক্তারা প্রয়াত আতাউর রহমানের জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। পরে দোয়া পরিচালনা করেন জেলা ছাত্র লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও প্রতিশ্রুতির সংগঠক নাহিদুল ইসরাম নাহিদ। অনুষ্ঠান পরিচালনা করেন প্রতিশ্রুতির অন্যতম সংগঠক আব্দুর রব নাহিদ।