চাঁপাইনবাবগঞ্জে প্রতিবন্ধী শিশুদের হামদ-নাত প্রতিযোগিতা

52

চাঁপাইনবাবগঞ্জে স্নায়ুবিকাশ প্রতিবন্ধী শিশুদের মধ্যে হামদ-নাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে সুইড বাংলাদেশ বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়, চাঁপাইনবাবগঞ্জ এই প্রতিযোগিতার আয়োজন করে। বৃহস্পতিবার ১২ রবিউল আওয়াল (২৮ সেপ্টেম্বর) জেলা শহরের পাঠানপাড়ায় প্রতিযোগিতা শেষে বিদ্যালয় প্রাঙ্গনে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদে সংরক্ষিত আসন ৩৩৮, চাঁপাইনবাবগঞ্জ এর সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসি।

বিদ্যালয়টির নির্বাহী কমিটির নির্বাহী সচিব আব্দুল হান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের অবসরপ্রাপ্ত পরিচালক ড. মো. সাইফুল ইসলাম, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মো. শরীয়তুল্লাহ। অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন বিদ্যালয়টির প্রধান শিক্ষক আম্বিয়া খাতুন মিলি। অনুষ্ঠান সঞ্চালনা করেন নামোশংকরবাটী কলেজের সহকারী অধ্যাপক গোলাম ফারুক মিথুন। পরে দোয়া করা হয় এবং শেষে কেক কেটে শিশুদের মধ্যে বিতরণ করা হয়।