চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের সহোযোগিতায় প্রতিবন্ধী ব্যক্তিদের সংগঠন ডিজঅ্যাবল্ড পিপলস অর্গানাইজেশন টু ডেভেলপমেন্ট (চাঁপাইনবাবগঞ্জ ডিপিওডি) প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেছে।
বৃহস্পতিবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ ডিপিওডির নিজস্ব কার্যালয়ে এক আলোচনা সভার মাধ্যমে কম্বল বিতরণ করা হয়।
সংস্থাটির সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুস সামাদ। বিশেষ অতিথি ছিলেন হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আজমাল হোসেন মামুন, গোমস্তাপুর টোলঘর সুবর্ণ নাগরিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিচালক, ফাইজুল হক। এসময় ডিপিওডি অর্থ সচিব ইসমাইল হোসেন, নির্বাহী সদস্য সাংবাদিক মুসা মিয়াসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।