চাঁপাইনবাবগঞ্জে পৌর পরিষদের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়

42

চাঁপাইনবাবগঞ্জে পৌর পরিষদের সাথে নবাগত জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজ মতবিনিময় করেছেন। আজ সোমবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র মোহাম্মদ নজরুল ইসলামসহ পৌর পরিষদের সকল কাউন্সিলরগণ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় জেলা প্রশাসক পৌর পরিষদের কাছ থেকে চাঁপাইনবাবগঞ্জ সভা সম্পর্র্কে বিভিন্ন তথ্য ও সেবা সম্পর্কে খোঁজখবর নেন এবং চাঁপাইনবাবগঞ্জ পৌরসভাকে একটি পরিচ্ছন্ন পৌরসভা হিসেবে তুলতে তিনি সর্বাত্মক সহযোগিতা করবেন বলে জানান।