চাঁপাইনবাবগঞ্জে পেঁয়াজ বীজ বিতরণ

10

চাঁপাইনবাবগঞ্জে গ্রীষ্মকালীন পেঁয়াজ উৎপাদন প্রদর্শনী প্লটের জন্য বীজ ও উপকরণ বিতরণ করা হয়েছে। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় প্রোমোটিং এগ্রিকালচার কমার্সিয়ালাইজেশন অ্যান্ড এন্টারপ্রাইজেস (পেস) প্রকল্পের আওতায় প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি এই বীজসহ উপকরণ বিতরণ করে।
মঙ্গলবার সকালে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির নকীব হোসেন মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে বীজ উপকরণ বিতরণ করেন- চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা কৃষি কর্মকর্তা সঞ্জয় কুমার সরকার। এসময় প্রয়াসের পেস প্রকল্পের সমন্বয়কারী কৃষিবিদ জহুরুল ইসলাম, প্রকল্প ব্যবস্থাপক আব্দুল ওয়াদুদ, প্রয়াসের কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোস্তাফিজুর রহমান, পেস প্রকল্পের সহকারী ভ্যালুচেইন ফ্যাসিলেটর আব্দুল মোমিন, প্রয়াসের অফিসার শাহরিয়ার শিমুল, সহকারী কৃষি কর্মকর্তা রুহুল আমিনসহ অন্যরা।
উপকরণ হিসেবে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির কর্মএলাকার সদস্যদের মধ্যে পেঁয়াজ বীজ, ছত্রাকনাশক, কীটনাশক, পলিথিন, জৈব সার বিতরণ করা হয় এবং প্রযুক্তি সহায়তা দেয়া হয়।