চাঁপাইনবাবগঞ্জে গত কাল মঙ্গলবার সকালে ট্রাইভ্যান্টে ওরাল পোলিও ভ্যাকসিন, নিডিল সাইন ধ্বংস করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডা. প্রধান আবুল কালাম আজাদ জানান, নিয়মিত ইপিআই কার্যক্রমে ট্রাইভ্যান্টে ওরাল পোলিও ভ্যাকসিনের পরিবর্তে বাই ভ্যালেন্ট ওরাল পোলিও ভ্যাকসিন প্রদানের জন্য সরকার সিদ্ধান্ত নেওয়ায় চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন উপজেলা ও পৌরসভা থেকে ফেরত আসা ট্রাইভ্যান্টে ওরাল পোলিও ভ্যাকসিন, নিডিল সাইন গুলো ধ্বংস করার সিদ্ধান্ত নেয় এ সংক্রান্ত বোর্ড। বোর্ডের সদস্যদের উপস্থিতিতে ভ্যাকসিন গুলো প্রথমে গরম পানিতে আধাঘন্টা ডুবিয়ে রাখা হয় এবং পরে তা গর্তের মধ্যে পুঁতে ফেলা হয়। এ সময় উপস্থিত ছিলেন, সিভিল সার্জন ডা. প্রধান আবুল কালাম আজাদ, সিভিল সার্জন অফিসের মেডিক্যাল অফিসার ডা. এম মাতিন, ভোলাহাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এনামুল হক, জেলা ইপিআই সুপারিনটেনডেন্ট আমিরুল ইসলামসহ অন্যরা।