শুক্রবার, ১১ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ মহর্‌রম, ১৪৪৭ হিজরি

Last Updated on জুন ১৮, ২০২৫ by

চাঁপাইনবাবগঞ্জে পুরস্কার প্রদান ও প্রবীণদের সম্মাননা দিল প্রয়াস

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির সমৃদ্ধি কর্মসূচির আওতায় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, সম্মাননা প্রদান এবং উন্নয়ন মেলা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে পলশা আলিম মাদ্রাসার হলরমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন— প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক হাসিব হোসেন।
মাদ্রাসাটির অধ্যক্ষ মাওলানা মো. একরামুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— প্রয়াসের পরিচালক (মানবসম্পদ প্রশাসন ও প্রশিক্ষণ) আলেয়া ফেরদৌস, সহকারী পরিচালক মু. তাকিউর রহমান ও ইউনিট-১ এর ম্যানেজার অজিউর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সমৃদ্ধি কর্মসূচির সমন্বয়কারী মো. তৌহিদুল ইসলাম।
অনুষ্ঠানে ২৬টি প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। এছাড়াও বালিয়াডাঙ্গা ইউনিয়নের শ্রেষ্ঠ পিতা, শ্রেষ্ঠ সন্তান, শ্রেষ্ঠ যুব নারী-পুরুষ ও শ্রেষ্ঠ প্রবীণকে সম্মাননা দেয়া হয়।
এর আগে উন্নয়ন মেলায় অংশ নেয়া ৫টি স্টল পরিদর্শন করেন অতিথিবৃন্দ। স্টলে ঐতিহ্যবাহী গ্রামীণ খাবার, দেশীয় ফল প্রদর্শিত হয়। এছাড়াও প্রয়াস হসপিটালের স্বাস্থ্য কর্মকর্তা, স্বাস্থ্যসেবীগণ অনুষ্ঠানে আগত দর্শনার্থীদের ফ্রি চিকিৎসা দেন।
পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’র সহায়তায় এই অনুষ্ঠানের আয়োজন করে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি।

About The Author

শেয়ার করুন