নিজস্ব প্রতিবেদক : চাঁপাইনবাবগঞ্জে পালিত হচ্ছে ২১ আগস্ট গ্রেনেড হামলা দিবস। এ-উপলক্ষে শুক্রবার (২১ আগস্ট) চাঁপাইনবাবগঞ্জ পৌর আওয়ামী লীগ বিভিন্ন কর্মসূচির আয়োজন করে।
সকালে শহীদ মনিমুল হক সড়কে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে সেখান থেকে শোক র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আব্দুল মান্নান সেন্টু মার্কেটের সামনে বঙ্গবন্ধু মুক্তমঞ্চে বঙ্গবন্ধুসহ ২১ আগস্টের শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগ ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
পরে সেখানে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য আব্দুল ওদুদ। এ-সময় তিনি বলেন- ৭১ এর মহান মুক্তিযুদ্ধে পরাজিত শক্তি বাংলার মাটি থেকে আওয়ামী লীগকে মুছে দিতে চেয়েছিলো। এরই ধারাবাহিকতায় ২১ আগস্ট আওয়ামী লীগের পথসভায় গ্রেনেড হামলা চালায় স্বাধীনতা বিরোধী শক্তি। এদিন আওয়ামী লীগের সভাপতি বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা করতে চেয়েছিল। কিন্তু আল্লার রহমতে সেদিন তিনি বেঁচে যান। কিন্তু ২৪টি তাজা প্রাণ শাহাদাত বরণ করেন এবং ৫ শতাধিক নেতাকর্মী আহত হন।
তিনি আরো বলেন, স্বাধীনতা বিরোধীরা এখনও তাদের অপচেষ্টা চালিয়েস যাচ্ছে। আওয়ামী লীগ নেতা-কর্মীরা সতর্ক না হলে দেশের চলমান উন্নয়ন বাধাগ্রস্ত হবে। অঅরো বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব রুহুল আমিন।
সভাপতিত্ব করেন পৌর আওয়ামী লীগের সভাপতি শরিফুল আলম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান। এসব কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সাকিনা খাতুন পারুল, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুর রহমান, জেলা স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ডা. গোলাম রাব্বানী, জেলা যুবলীগ ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শহীদুল হুদা অলক, জেলা যুবলীগের সভাপতি সামিউল হক লিটন, সাধারণ সম্পাদক আমানুল্লাহ বাবু, গ্রাামীণ ট্র্যাভেলসের চেয়ারম্যান মোখলেসুর রহমান, সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক মনিরুল ইসলাম, জেলা যুব মহিলা লীগের সভাপতি ইয়াসমিন সুলতানা রুমা ও সাধারণ সম্পাদক শান্তনা হক, জেলা শ্রমিক লীগের সভাপতি শহিদুল ইসলাম রানা জেলা ছাত্রলীগের সভাপতি আরিফুর রেজা ইমন, সাধারণ সম্পাদক ডা. সাইফ জামান আনন্দ, সদর উপজেলা যুবলীগের সভাপতি আসাফুদ্দৌলাসহ অন্যান্য নেতৃবৃন্দ।
শেষে দেশ ও জাতির মঙ্গল এবং ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন, খালঘাট সেন্ট্রাল জামে মসজিদের ইমাম মাওলানা হুমায়ন কবীর।
বিকেলে জেলা যুব লীগ নবাবগঞ্জ ক্লাব মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করেছে।