চাঁপাইনবাবগঞ্জে নিউজ টোয়েন্টিফোর টিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

16

স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল নিউজ টোয়েন্টিফোরের ৮ম বর্ষে পদার্পণ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১১টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেস ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ রুহুল আমিন। এসময় তিনি মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে জেলার উন্নয়নের স্বার্থে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য জেলায় কর্মরত গণমাধ্যমকর্মীদের প্রতি অনুরোধ জানান।
নিউজ টোয়েন্টিফোরের জেলা প্রতিনিধি রফিকুল আলমের সূচনা বক্তব্যের মধ্যদিয়ে শুরু হয় আলোচনা। চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক চাঁপাই দৃষ্টির সম্পাদক এমরান ফারুক মাসুমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় অংশ নেন- চাঁপাইনবাবগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি শহীদুল হুদা অলক, সাপ্তাহিক সোনামসজিদ পত্রিকার সম্পাদক জোনাব আলী, সিটি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কামাল সুকরানা, দৈনিক চাঁপাই দর্পণ পত্রিকার সম্পাদক আশরাফুল ইসলাম রঞ্জু, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ধনঞ্জয় চ্যাটার্জি। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংবাদিক জহুরুল ইসলাম।
পরে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন অতিথিবৃন্দ।