Last Updated on মে ৩১, ২০২৫ by
চাঁপাইনবাবগঞ্জে নাগরিক প্ল্যাটফর্মের সমন্বয় সভা
চাঁপাইনবাবগঞ্জে নাগরিক সমাজের বিভিন্ন সমমনা সংগঠনের সঙ্গে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেস ক্লাবে এই সভার আয়োজন করে আস্থা প্রকল্পের নাগরিক প্ল্যাটফর্ম।
সুইজারল্যান্ডের সহযোগিতায় ডেমক্রেসিওয়াচ এই সমন্বয় সভাটি বাস্তবায়ন করে।
এতে সভাপতিত্ব করেন নাগরিক প্ল্যাটফর্মের সভাপতি নবাবগঞ্জ সরকারি কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক মো. শাহ আলম।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন— বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সরকারি কলেজের শিক্ষক জোনাব আলী, প্রবীণ হিতৈষী সংঘের আশরাফ আলী, প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির কনিষ্ঠ সহকারী পরিচালক ফারুক আহমেদ, জেলা চেম্বারের পরিচালক শহীদুল ইসলাম, মাছরাঙা টেলিভিশন ও দৈনিক আমাদের সময়ের জেলা প্রতিনিধি ডাবলু কুমার ঘোষ, দৈনিক গৌড় বাংলার বার্তা সম্পাদক সাজিদ তৌহিদ, পলশা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোস্তাক হোসেনসহ আরো অনেকেই।
সভায় বিভিন্ন এনজিওর প্রতিনিধিরা ছাড়াও নাগরিক প্ল্যাটফর্মের ৫ উপজেলার যুব ফোরামের সদস্যরা অংশ নেন।
আস্থার জেলা সমন্বয়কারী রেজাউল করিমের সঞ্চালনায় বক্তব্য দেন কোঅর্ডিনেটর মহিউদ্দিন মঈন। উপস্থিত ছিলেন সিনিয়র ফিল্ড অফিসার আরিফা খাতুন।