চাঁপাইনবাবগঞ্জে নমুনা পরীক্ষার সংখ্যা অনুযায়ী কমেছে শনাক্তের হার

61

চাঁপাইনবাবগঞ্জে করোনা ভাইরাস নমুনা পরীক্ষার ফলাফলে শনাক্তের সংখ্যা কমেছে। রবিবার ৮৮ জনের নমুনা পরীক্ষায় মাত্র ৬ জনের শরীরে করোনা ভাইরাস ধরা পড়েছে। এই ৬ জনের মধ্যে সদর উপজেলার ১ জন ও শিবগঞ্জ উপজেলার ৫ জন রয়েছেন। সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী এই তথ্য নিশ্চিত করেছেন।
এ নিয়ে জেলায় এখন পর্যন্ত এই ভাইরাসে সংক্রমিত হলেন ৫৯৪ জন। অপর দিকে গত শনিবার পর্যন্ত সুস্থ হয়েছেন ৩৭২ জন, মৃত্যু হয়েছে ১০ জনের এবং চিকিৎসাধীন রয়েছেন ২১২ জন।