নিজস্ব প্রতিবেদক ॥ চাঁপাইনবাবগঞ্জে সিভিল সার্জনসহ করোনাভাইরাস পরীক্ষার আরো ৯৪ জনের রিপোর্ট সিভিল সার্জন অফিসে এসেছে। এই ৯৪ জনের মধ্যে ৩ জন সংক্রমিত হয়েছেন। এ নিয়ে এই জেলায় মোট সংক্রমিত ব্যক্তির সংখ্যা দাঁড়ালো ৫২ জনে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ভাইরোলজি ল্যাবে ৯৪ জনের নমুনা পরীক্ষায় এই ৩ জনের করোনাভাইরাস সংক্রমণের রিপোর্ট বুধবার (২৭ মে) সিভিল সার্জন অফিসে আসে।
সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী গৌড় বাংলাকে বলেন- আজ (২৭ মে) ৯৪ জনের রিপোর্ট পাওয়া গেছে। এর মধ্যে ৩ জন সংক্রমিত এবং ৯১ জন নেগেটিভ। তাদের মধ্যে ২জন মহিলা রয়েছে। মহিলা দুই জনের বয়স ৩০ এর মধ্যে এবং পূরুষের বয়স ৩৫ বছর। তারা গাজিপুর থেকে শিবগঞ্জে এসেছে। তাদেরকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছিল। এই তিনজনের মধ্যে ২ জন স্বামী-স্ত্রী। অপরজন শিবগঞ্জের ঠিকানা ব্যবহার করলেও তার মোবাইল নং নওগাঁ পাওয়া যাচ্ছে। তবে তার ঠিকানা নিশ্চিত করার চেষ্টা চলছে।
জেলায় গত ৭ এপ্রিল থেকে শুরু করে পর্যায়ক্রমে বুধবার (২৭ মে) পর্যন্ত ১ হাজার ৮৩৬ জনের নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়। এর মধ্যে আজ (২৭ মে) ৬২ জনের নমুনা পাঠানো হয়েছে। এখন পর্যন্ত ১ হাজার ৬৭৬ জনের রিপোর্ট পাওয়া গেছে। তার মধ্যে পজিটিভ ৫২ জন, বাকিরা নেগেটিভ। রিপোর্ট পেন্ডিং রয়েছে ১৬০ টি। সংক্রমিত ৫২ জনের মধ্যে ২জন সুস্থ হয়েছেন। অন্যরাও ভালো রয়েছেন।