চাঁপাইনবাবগঞ্জে নতুন আক্রান্ত ১৬ জনের ১২ জনই শিবগঞ্জের

16

চাঁপাইনবাবগঞ্জে নতুন করে ডেঙ্গু জ্বরে আরো ১৬ জন আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ১২ জনই শিবগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। তবে আক্রান্ত ১২ জনের মধ্যে ৪ জন ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি হয়েছেন। অপরদিকে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন রোগী ৮ জন ভর্তি হন। তাদরে মধ্যে ৪ জন নারী রয়েছেন। এছাড়া গোমস্তাপুরে ২ জন এবং নাচোল ও ভোলাহাট উপজেলায় ১ জন করে নতুন রোগী ভর্তি হয়েছেন।
সিভিল সার্জন অফিসের প্রতিদিনের প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নতুন রোগী ৪ জন, শিবগঞ্জে ৮ জন এবং ভোলাহাটে ২ জন ও নাচোল ও ভোলাহাটে ১ জন করে ভর্তি হয়েছেন।
বর্তমানে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ৬ জন নারীসহ ১৭ জন, শিবগঞ্জে ২ নারীসহ ৯ জন, ভোলাহাটে ২ জনসহ ভর্তি রোগীর সংখ্যা দাঁড়াল ২৮ জনে।
সিভিল সার্জন জানান, এ রোগের হাত থেকে রক্ষার প্রধান উপায় হচ্ছে ঘুমানোর সময় মশারি ব্যবহার এবং বাড়ির আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা।