চাঁপাইনবাবগঞ্জে নকশী কাঁথা ও কাটিং প্রশিক্ষণের উদ্বোধন

198

চাঁপাইনবাবগঞ্জে নকশী কাঁথা ও কাটিং প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। গত কাল বৃহস্পতিবার সকালে চার মাসের এই প্রশিক্ষণের উদ্বোধন করেন, বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উপ সচিব নূরুন আখতার। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় মহিলা সংস্থা, চাঁপাইনবাবগঞ্জের চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়াসমিন সুলতানা রুমা, সংস্থার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুফিয়া খাতুন প্রমুখ।
জাতীয় মহিলা সংস্থা পরিচালিত নগর ভিত্তিক মহিলা উন্নয়ন প্রকল্প-২য় পর্যায়’র আওতায় দ্বিতীয় ব্যাচের চার মাস ব্যাপী নকশী কাঁথা ও কাটিং প্রশিক্ষণে ৫০ জন নারী অংশ নিচ্ছেন।