চাঁপাইনবাবগঞ্জে দৈনিক আমাদের সময় পত্রিকার ১৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার দুপুরে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পত্রিকাটির জেলা প্রতিনিধি ডাবলু কুমার ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক খবরের জেলা প্রতিনিধি আলমগীর কবির কামাল। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, বিটিভি’র জেলা প্রতিনিধি ও দৈনিক চাঁপাই দৃষ্টির সম্পাদক এমরান ফারুক মাসুম, সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক ভোরের ডাকের জেলা প্রতিনিধি মো. কামাল শুকরানা, সাপ্তাহিক সীমান্তেরর কাগজ পত্রিকার সম্পাদক ও মো. জাফরুল আলম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডিবিসির জেলা প্রতিনিধি মো. জহুরুল ইসলাম।
চেতনা মানবিক উন্নয়ন সংস্থার সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা, দৈনিক আমাদের সময় পত্রিকা বর্তমান সময়ে একটি সাহসী দৈনিক হিসেবে পাঠক সমাদৃত হয়েছে বলে তাঁদের বক্তব্যে উল্লেখ করেন। পত্রিকাটির কলেবর বৃদ্ধি পেয়ে আরো পাঠকের মন জয় করুক এই প্রত্যাশাও করেন তারা।
আলোচনাসভা শেষে কেক কাটা হয়। এসময় সাংবাদিক, রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।