চাঁপাইনবাবগঞ্জের ৫ উপজেলা ও চার পৌরসভার ২ লাখ ৭ হাজার ২৪৬ জন দুস্থ ও অতিদরিদ্র মানুষের জন্য সরকারে ভিজিএফ কর্মসূচির আওতায় ১০ কেজি করে চাল বরাদ্দ দেয়া হয়েছে। এর মধ্যে জেলার সদর উপজেলায় ৫৪ হাজার ৯৯৩ জন, শিবগঞ্জে ৭৪ হাজার ৩০ জন, গোমস্তাপুরে ৩৩ হাজার ৮৯১ জন, নাচোলে ১৭ হাজার ৫৩৪ জন ও ভোলাহাট উপজেলায় ৯ হাজার ৮৫৪ জন, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় ৪ হাজার ৬২১ জন, শিবগঞ্জ পৌরসভায় ৪ হাজার ৬২১, রহনপুর পৌরসভায় ৪ হাজার ৬২১ জন ও নাচোল পৌরসভার ৩ হাজার ৮১ জন কার্ডধারী এই সুবিধা পাচ্ছে।
জেলা প্রশাসকের কার্যালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা শাখা সূত্রে জানা গেছে, আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফ কার্ডধারী ২ লাখ ৭ হাজার ২৪৬ জন দুস্থ ও অতিদরিদ্র মানুষের জন্য সরকারের ভিজিএফ কর্মসূচির আওতায় খাদ্যশস্য হিসেবে ১০ কেজি করে চাল বরাদ্দ দেয়া হয়েছে। জেলা প্রশাসনের দুর্যোগ ব্যবস্থাপনা শাখা থেকে প্রতিটি উপজেলা ও পৌরসভায় এই চাল বরাদ্দ দেয়া হয়েছে। প্রতিটি ইউনিয়নে ও পৌরসভায় এরই মধ্যে এই চাল বিতরণ শুরু হয়েছে।