Last Updated on জুন ১, ২০২৪ by
চাঁপাইনবাবগঞ্জে দুই লক্ষাধিক শিশুকে খাওয়ানো হলো ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খেল
চাঁপাইনবাবগঞ্জের ৫ উপজেলায় শনিবার ( ১ জুন) ২ লক্ষাধিক শিশুকে খাওয়ানো হয়েছে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল।
সকালে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে প্রধান অতিথি হিসেবে কয়েকজন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাইয়ে এই কর্মসূচির উদ্বোধন করেন কেন্দ্রীয় ঔষধাগারের পরিচালক ও সরকারের অতিরিক্ত সচিব মোহাম্মদ হাসান আরিফ।
এসময় জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাসুদ পারভেজ, আবাসিক মেডিকেল অফিসার ডা. নাজির আহমেদ, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুলতানা পাপিয়া, জেলা হাসপাতালের শিশু রোগ বিশেষজ্ঞ ডা. মাহফুজ রায়হান, সিভিল সার্জন অফিসের ইপিআই সুপারিনটেনডেন্ট আমিরুল ইসলাম জীবনসহ অন্যরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি মোহাম্মদ হাসান আরিফ বলেনÑ ভিটামিন ‘এ’ দেহের স্বাভাবিক বৃদ্ধিতে সহায়তা করার পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং শিশুর মৃত্যুর ঝুঁকি কমানোসহ দৃষ্টিশক্তি বৃদ্ধি করে।
ইপিআই সুপারিনটেনডেন্ট আমিরুল ইসলাম জানান, এবারের ক্যাম্পেইনে জেলাজুড়ে ১ হাজার ২০৪টি কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ১২ থেকে ৫৯ মাস বয়সী ২ লাখ ২২০ জন শিশুকে ১টি লাল রঙের এবং ৬ থেকে ১১ মাস বয়সী ২৮ হাজার ২৬৫ জন শিশুকে নীল রঙের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়।