চাঁপাইনবাবগঞ্জে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির ক্ষুদ্র উদ্যোগ কৌশল সম্প্রসারণ, আর্থিক বিশ্লেষণ, ঝুঁকি ব্যবস্থাপনা ও জেন্ডার সংবেদনশীল কর্মসূচি ব্যবস্থাপনা বিষয়ে ১৪তম ব্যাচের দুদিনের প্রশিক্ষণ শুরু হয়েছে।
শুক্রবার সকাল থেকে জেলাশহরের বেলেপুকুরে সংস্থাটির নকীব হোসেন মিলনায়তনে এ প্রশিক্ষণ শুরু হয়েছে। এতে ২৫ জন কর্মকর্তা অংশ নিচ্ছেন। সংস্থাটির কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে কর্মসূচিগুলোর সফল বাস্তবায়নের লক্ষে এ প্রশিক্ষণ দেয়া হচ্ছে।
প্রথমদিন ক্ষুদ্র উদ্যোক্তা ঋণ পণ্য এবং ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ দেন প্রয়াসের সহকারী পরিচালক মো. তাজেমুল হক, ক্ষুদ্র উদ্যোগ ঋণ পণ্য সম্প্রসারণ কৌশল নিয়ে আলোচনা করেছেন প্রয়াসের কনিষ্ঠ সহকারী পরিচালক মু. তাকিউর রহমান, ক্ষুদ্র উদ্যোগের সম্ভাব্যতা যাচাই ও তত্ত্বাবধান নিয়ে প্রশিক্ষণ প্রদান করেন জোনপ্রধান মো. আবুল কালাম আজাদ।
প্রশিক্ষণের শুরুতেই প্রশিক্ষণের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে আলোচনা করেন প্রশিক্ষণ বিভাগের জুনিয়র অফিসার মনজিলা আক্তার সুমি এবং জেন্ডার সংবেদনশীল কর্মসূচি ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করেন একই বিভাগের জুনিয়র অফিসার মোমেনা ফেরদৌস। প্রশিক্ষণটি সমন্বয় করছেন কর্মসূচি ব্যবস্থাপক (প্রশিক্ষণ) মো. আব্দুস সালাম। আজ শনিবার বিকেল ৫টায় এই ব্যাচের প্রশিক্ষণ সম্পন্ন হবে।
এদিকে প্রশিক্ষণ চলাকালে প্রশিক্ষণের সার্বিক দিক পর্যবেক্ষণ করেন প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক হাসিব হোসেন।