চাঁপাইনবাবগঞ্জে দায়িত্বে ফিরেছেন ট্রাফিক পুলিশ
চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নিরাপত্তায় থানাগুলোর কার্যক্রম চালুর পর এবার দায়িত্বে ফিরেছেন ট্রাফিক পুলিশের সদস্যরা। এক সপ্তাহ পর সোমবার থেকে তারা দায়িত্বে নিয়োজিত হন।
সোমবার জেলাশহরের ব্যস্ততম এলাকা বিশ্বরোড মোড় ও শান্তি মোড় ঘুরে দেখা যায়, ট্রাফিক পুলিশের সদস্যরা সড়কে শৃঙ্খলা বজায় রাখে দায়িত্ব পালন করছেন। এসময় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীসহ শিক্ষার্থীদেরও ট্রাফিকের দায়িত্ব পালন করতে দেয়া যায়। ট্রাফিক সার্জেন্টদেরও টহল দিতে দেখা যায়। এছাড়া সেনাবাহিনী ও বিজিবি সদস্যদেরও টহল চলমান রয়েছে।
জেলা পুলিশের পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) টিআই (প্রশাসন) মো. হামিদুল ইসলাম জানান, ৭ দিন পর ট্রাফিক পুলিশের সকল সদস্য দায়িত্বে নিয়োজিত হয়েছেন।
এর আগে গত শনিবার সকালে ৫৯ বিজিবির রহনপুর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া ভোলাহাট থানা পরিদর্শন করেন। এছাড়া তিনি সীমান্ত এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে স্থানীয়দের নিয়ে সচেতনতামূলক সভাও করেন।
ওই দিন রহনপুর ব্যাটালিয়নের অধিনায়ক জানিয়েছিলেন, চলমান পরিস্থিতিতে নিরাপত্তাহীনতার কারণে ভোলাহাট থানার কার্যক্রম স্থবির হয়ে পড়েছিল। বিজিবির নিরাপত্তাতেই ভোলাহাট থানার কার্যক্রম চালাবে পুলিশ।
দুপুরে ভোলাহাট উপজেলার তেলিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সভার আয়োজন করা হয়। এতে বিজিবি অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পিয়ার জাহানসহ অন্যরা বক্তব্য দেন।
সভায় হিন্দু-মুসলিমসহ বিভিন্ন ধর্মে মানুষ অংশ নেন। সভায় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানানো হয়।
অন্যদিকে গত শনিবার সন্ধ্যায় জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবুল কালাম সাহিদ জানিয়েছিলেন, সেনাবাহিনীর নিরাপত্তায় চাঁপাইনবাবগঞ্জ সদর, শিবগঞ্জ, গোমস্তাপুর ও নাচোল থানার কার্যক্রম শুরু হয়।
এদিকে পুলিশের কার্যক্রম শুরু হওয়ায় স্বস্তি ফিরেছে জনমনে। সোমবার রাস্তায় যানবাহন চলাচল বৃদ্ধি পায়। কর্মজীবী মানুষের সংখ্যাও বেশি দেখা যায়।