চাঁপাইনবাবগঞ্জে জেলা জাসদ উত্থাপিত ৫ দফা দাবি আদায়ের কর্মসূচি অব্যাহত রয়েছে। প্রচারণার অংশ হিসেবে শুক্রবার সন্ধ্যা ৭টায় চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১১নং ওয়ার্ডের মিরের খৈলানে জনসভা অনুষ্ঠিত হয়।
ওয়ার্ড জাসদের সভাপতি মো. বাবুল আলির সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় স্থানীয়ভাবে প্রণীত ৫ দফা দাবি তুলে ধরে প্রধান অতিথির বক্তব্য দেনÑ জেলা জাসদের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় জাসদের সহসাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির।
জেলা জাসদের সহসভাপতি আব্দুল হামিদ রুনু, সদস্য মো. হেলাল উদ্দিন, সদর উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আবু হেনা বাবলু, জেলা যুবজোটের সভাপতি তরিকুল ইসলাম, জেলা নারী জোটের আহ্বায়ক তৌহিদা খাতুন কমলা, জেলা জাসদ ছাত্রলীগের নেতা আব্দুল মজিদসহ অন্যরা জনসভায় বক্তব্য দেন।
বক্তারা জেলায় মেডিকেল কলেজ স্থাপনসহ ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে প্রয়োজনীয় জনবল নিয়োগসহ স্বাস্থ্যসেবায় সকল অনিয়ম বন্ধে কার্যকর পদক্ষেপ নেয়া, করোনাকালে জেলা থেকে বন্ধ হওয়া সকল ট্রেন পুনরায় চালু করা ও আন্তঃনগর বনলতা ট্রেনের আসন বৃদ্ধি, জেলায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় স্থাপন ও শিক্ষা ক্ষেত্রে সকল অনিয়ম দূর করা, সোনামসজিদ স্থলবন্দরকে পূর্ণাঙ্গ স্থলবন্দর করতে অবকাঠামো নির্মাণ ও ইমিগ্রেশন ব্যবস্থার আধুনিকায়ন করা এবং জেলায় আন্তঃদেশীয় অর্থনৈতিক সম্ভাবনাকে কাজে লাগাতে অর্থনৈতিক জোন গড়ে তোলার দাবি পুনরায় উত্থাপন করা হয়।