জেলার সদর উপজেলার বাবলাবোনা এলাকা থেকে অস্ত্র ও বিস্ফোরকসহ তামিম-সারোয়ার গ্রুপের নব্য জেএমবির তিন সদস্যকে আটক করেছে র্যাব। আটককৃতরা হলেন, জেলার শিবগঞ্জ উপজেলার ধোবড়া (বর্তমান সদর উপজেলার দেবীনগর) গ্রামের মো. এনামুল হকের ছেলে মো. জেনারুল ইসলাম ওরফে মঈন (২৫), ধোবড়া গ্রামের মো. জিল্লুর রহমানের ছেলে মো. রসুল বক্স (৫০) ও একই উপজেলার শিবনগর মোড়লপাড়া গ্রামের মৃত মছুর উদ্দিনের ছেলে মো. ইসলাম (৭০)।
র্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, বাবলাবোনা এলাকার একটি আম বাগানে আট থেকে ১০ জন জেএমবি সদস্য গোপন বৈঠক করছে এমন সংবাদ পেয়ে গত কাল রবিবার ভোর ৪টার দিকে র্যাব-৫‘র উপ-অধিনায়ক মেজর এ এম আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ সাঈদ আব্দুল্লাহ আল-মুরাদের নেতৃত্বে র্যাবের একটি দল সেখানে অভিযান চালায়। অন্যরা পালিয়ে গেলেও নব্য জেএমবির তামিম-সারোয়র গ্রুপের এহসার ও গায়েরে এহসার সদস্য জেনারুল ইসলাম ওরফে মঈন, মো. রসুল বক্স ও মো. ইসলামকে ১টি বিদেশী পিস্তল, ১টি ম্যাগাজিন, ৩ রাউন্ড গুলি, ১ দশমিক ১ কেজি বিস্ফোরকদ্রব্য ও ৩ টি জিহাদী বইসহ আটক করা হয়।