চাঁপাইনবাবগঞ্জে ঢাকা পোস্ট’র দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

51

চাঁপাইনবাবগঞ্জে আলোচনা, কেক কাটা ও র‌্যালির মধ্য দিয়ে অনলাইন গণমাধ্যম ঢাকা পোস্ট’র দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় জেলাশহরের নবাবগঞ্জ ক্লাব মিলনায়তনে আয়েজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ।
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মাওলানা আব্দুল মতিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেনÑ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. তসিকুল ইসলাম তসি, জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও স্বাধীনতা চিকিৎসক পরিষদ-স্বাচিপের সভাপতি ডা. গোলাম রাব্বানী, চাঁপাইনবাবগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি শহীদুল হুদা অলক, জেলা যুব মহিলা লীগের সভাপতি ও জাতীয় মহিলা সংস্থা জেলা শাখার চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়াসমিন সুলতানা রুমা, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক চাঁপাই দর্পণের প্রকাশক-সম্পাদক আশরাফুল ইসলাম রঞ্জু সিনিয়র সাংবাদিক নাসিম মাহমুদ ও জেলা ছাত্রলীগের সভাপতি ডা. সাইফ জামান আনন্দসহ অন্যরা। স্বাগত বক্তব্য দেন অনলাইনটির চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি জাহাঙ্গীর আলম।
অনুষ্ঠানের শুরুতে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য দেন অতিথিবৃন্দ। বক্তারা অনলাইনটির উত্তোরোত্তর সাফল্য কামনা করেন। পরে কেক কাটেন তারা।
শেষে একটি র‌্যালি বের করা হয়। এর আগে দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া পরিচালনা করা হয়। দোয়া পরিচালনা করেন, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মাওলানা আব্দুল মতিন।
অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন, মানবজমিন পত্রিকার জেলা প্রতিনিধি ফারুক আহমেদ চৌধুরী। অনুষ্ঠানে জেলায় কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।