শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৯ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৩০ রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

Last Updated on সেপ্টেম্বর ১৩, ২০২৪ by

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু সচেতনতায় বিলি করা হবে প্রচারপত্র

চাঁপাইনবাবগঞ্জে শুক্রবার পর্যন্ত ডেঙ্গু রোগী শনাক্ত হয়নি। তবে ডেঙ্গু মোকাবিলায় জেলার সরকারি হাসপাতালগুলোয় বিশেষ শয্যা, চিকিৎসক ও নার্সদের প্রস্তুত রাখা হয়েছে। জনসাধারণকে সচেতন করতে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে প্রচারপত্র বিতরণ করা হবে বলে জানা গেছে। তথ্য অফিসের মাইকিং, স্কুল সমাবেশসহ অন্যান্য কর্মসূচি বাস্তবায়নকালে ডেঙ্গু সচেতনতা বিষয়ে বিশেষ বক্তব্য দেয়া হচ্ছে।
চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডা. এস এম মাহমুদুর রশিদ বলেনÑ চাঁপাইনবাবগঞ্জে এখন পর্যন্ত কোনো ডেঙ্গু রোগী শনাক্ত হয়নি। তবে ডেঙ্গু মোকাবিলায় ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোয় ডেঙ্গু বেড, প্রয়োজনীয় চিকিৎসক ও নার্সদের প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি স্বাস্থ্য শিক্ষা ব্যুরো থেকে সচেতনতামূলক লিফলেট (প্রচারপত্র) আমাদের কাছে পাঠানো হয়েছে। যা ইতোমধ্যে উপজেলাগুলোয় পাঠিয়ে দেয়া হয়েছে। আমাদের স্বাস্থ কর্মীদের মাধ্যমে সেগুলো বিতরণ করা হচ্ছে।
সিভিল সার্জন বাড়ির আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, ঘুমানোর সময় মশারি টানিয়ে ঘুমানো, ডাবের খোসা বা টবে পানি জমতে না দেয়াসহ বিভিন্ন পরামর্শ দেন।
অন্যদিকে জেলা তথ্য অফিসার আব্দুল আহাদ বলেনÑ তথ্য অফিসের নিয়মিত কর্মসূচিগুলো বাস্তবায়নের সময় ডেঙ্গু সচেতনতামূলক বিশেষ বক্তব্য প্রচার করা হচ্ছে। এছাড়া মাইকিংয়ের সময়েও জনসাধারণকে সচেতন হতে বলা হচ্ছে।
এদিকে চাঁপাইনবাবগঞ্জে ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড অফিসার এ.বি.এম.জি. কিবরিয়া জানিয়েছেন, মসজিদগুলোর মাধ্যমে ডেঙ্গু সচেতনতামূলক কার্যক্রম চালানো হচ্ছে।

About The Author

শেয়ার করুন