Last Updated on সেপ্টেম্বর ২০, ২০২৪ by
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুতে নতুন করে আরো দুজন শনাক্ত
চাঁপাইনবাবগঞ্জে নতুন করে আরো দুজন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। আগের ভর্তি রোগীদের মধ্যে পাঁচজনকে ছাড়পত্র দেয়া হয়েছে। বর্তমানে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪জন। তাদের মধ্যে তিনজন পুরুষ ও একজন মহিলা রোগী রয়েছেন।
শুক্রবার প্রতিদিনের প্রতিবেদনে সিভিল সার্জন ডা. এস এম মাহমুদুর রশিদ এই তথ্য জানিয়েছেন। অন্যদিকে প্রতিদিনের প্রতিবেদনে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাসুদ পারভেজ জানান, নতুন করে শনাক্তরা জেলা হাসপাতালে শনাক্ত হয়েছে। এখানে ভর্তি থাকাদের মধ্যে থেকে পাঁচজনকে ছাড়পত্র দেয়া হয়েছে। বর্তমানে দুইজন পুরুষ ও একজন মহিলা রোগী ভর্তি রয়েছেন।