Last Updated on জুন ২২, ২০২৪ by
চাঁপাইনবাবগঞ্জে ডিবির অভিযান হেরোইনসহ গ্রেপ্তার ২
চাঁপাইনবাবগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে হেরোইনসহ দুজন গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার রাত পৌনে ৯টার দিকে তাদেরকে গ্রেপ্তার করা হয় বলে ডিবি জানায়।
গ্রেপ্তারকৃতরা হলেনÑ জেলার সদর উপজেলার চরবাগডাঙ্গা চাকপাড়ার শ্রী রনজিত কর্মকার ভুট্টুর ছেলে শ্রী সুমন কর্মকার (২৩) ও মৃত মঞ্জুর আলীর ছেলে মো. শরিফুল ইসলাম (২৮)।
জেলা গোয়েন্দা শাখার এসআই আসগর আলী জানান, শুক্রবার রাত পৌনে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার তেররশিয়া মুন্নাপাড়ায় ডিবির একটি দল মাদকবিরোধী অভিযান চালায়। অভিযানে ১৫০ গ্রাম হেরোইনসহ ২ জনকে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে সদর থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।