সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯ পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ রজব, ১৪৪৬ হিজরি

Last Updated on ডিসেম্বর ২১, ২০২৪ by

চাঁপাইনবাবগঞ্জে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে গড়ে ভর্তি শত রোগী

oppo_0

চাঁপাইনবাবগঞ্জে ডায়রিয়ার প্রকোপ কমেনি। বর্তমানে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে গড়ে শখানেক রোগী ভর্তি থাকছেন। তাদের মধ্যে শিশুর সংখ্যায় বেশি। শনিবার দুপুর ১২টার দিকে হাসপাতাল ঘুরে এমনটাই দেখা গেছে।
হাসপাতাল সূত্র জানিয়েছেন, গত বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা থেকে শুক্রবার দুপুর ১২টা পর্যন্ত হাসপাতালে ভর্তির সংখ্যা ছিল ৯৩ জন এবং গত শুক্রবার দিবাগত রাত ১২টা থেকে গতকাল শনিবার দুপুর ১২টা পর্যন্ত নতুন করে ভর্তি হন ৩৬ জন রোগী।
এদিকে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে আসন সংকুলান না হওয়ায় অনেক রোগীকে পূর্বের মতোই মেঝেতে থেকেই চিকিৎসা নিতে হচ্ছে। অনেক রোগীকে বারান্দায় রাখা হয়েছে। শীত নিবারণে বারান্দার ফাঁকা গ্রিলে কাপড় দিয়ে ঘিরে রাখা হয়েছে।
বারান্দায় থাকা চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার আলীনগর ভূতপুকুর মহল্লার দুই যমজ শিশুর মা জানান, কয়েকদিন আগে থেকে ১১ মাসের আরাফ ও আলিফের পাতলা পায়খানা শুরু হয়। একপর্যায়ে তাদেরকে এই হাসপাতালে ভর্তি করেন।
তাদের থেকে একটু দূরে মেঝেতে থাকা রাজশাহীর গোদাগাড়ী উপজেলার দিগ্রাম কলিপুরের আরেক মা জানান, ৪ দিন আগে থেকে শিশু ওয়ালিদের পাতলা পায়খানা শুরু হয়। অবস্থা বেগতিক দেখে এই হাসপাতাল কাছে হওয়ায় শুক্রবার ভর্তি করেন। ওষুধ ঠিকমতো পাচ্ছেন বলে জানান তারা।
২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাসুদ পারভেজ জানান, শীতের এই সময়টাতে প্রতিবছরই ডায়রিয়া দেখা দেয়। এবারো তার ব্যতিক্রম হয়নি। এটা স্বাভাবিকই বলা যায়। তিনি বলেন— ২০ ডিসেম্বর শুক্রবার হওয়ায় যাদেরকে ছাড়পত্র দেয়া হতো, তাদেরকে ছাড়পত্র দেয়া যায়নি। আজ (গতকাল শনিবার) ভর্তি রোগীদের মধ্যে যারা সুস্থ হয়ে গেছে, তাদেরকে ছাড়পত্র দেয়া হলে রোগীর সংখ্যা কমে যাবে। সব ধরনের ওষুধ আছে বলে তিনি জানান।

About The Author

শেয়ার করুন