Last Updated on অক্টোবর ২১, ২০২৪ by
চাঁপাইনবাবগঞ্জে ঠাণ্ডাজনিত রোগে ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১২৪ শিশু
চাঁপাইনবাবগঞ্জে মৌসুম পরিবর্তনের কারণে নিউমোনিয়া, শ্বসকষ্টসহ ঠাণ্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা। গত ২৪ ঘণ্টায় ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে ১২৪ জন শিশুকে।
চিকিৎসকরা বলছেন, প্রতিবছর বছরে দুইবার মৌসুম পরিবর্তনের সময় নিউমোনিয়াসহ শিশুদের মধ্যে অন্যান্য রোগ দেখা দেয়। এবারো তার ব্যতিক্রম হয়নি। এবারো মৌসুম পরিবর্তনের সঙ্গে সঙ্গে গত প্রায় তিন সপ্তাহ থেকে শিশুরা নিউমোনিয়াসহ অন্যান্য রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে আসছে।
২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএম) ডা. নাজির আহমেদ জানান, রবিবার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ১২৪ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে ৫০ জন নিউমোনিয়ায় আক্রান্ত।
এই হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. মাহফুজ রায়হান বলেন- প্রতিবছরে দুইবার মৌসুম পরিবর্তনের সময় নিউমোনিয়াসহ শিশুদের মধ্যে অন্যান্য রোগ দেখা দেয়। এই গরম এই ঠাণ্ডার মধ্যে শিশুরা আক্রান্ত হয়ে পড়ছে। কাজেই শিশুদের যত্নে রাখার পরামর্শ দেন এই বিশেষজ্ঞ চিকিৎসক।
ঠাণ্ডায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি থাকা আড়াই মাসের শিশু জুনাইয়েদের মা তাসলিমা বেগম জানান, বাড়িতে সপ্তাহখানেক ওষুধ খাইয়েছি। সুস্থ না হওয়ায় তিন দিন আগে হাসপাতালে ভর্তি করেছি।
৬ মাসের শিশু বাসির আহমেদের দাদি ডলি বেগম জানান, মনে হয় শিশু বাসিরকে নিউমোনিয়া হয়েছে। গত ৬ দিন আগে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার দুপুরে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের শিশু ওয়ার্ড ঘুরে দেখা যায়, হাসপাতালে আসন সংকুলান না হওয়ায় অনেক শিশুকে নিয়ে তাদের মায়েরা ওয়ার্ডের বাইরে মেঝেতেই বসে রয়েছেন।
এদিকে হাসপাতালটির তত্ত্বাবধায়ক ডা. মাসুদ পারভেজ জানান, শিশুদের সিরাপের ঘাটতি থাকলেও ইঞ্জেকশনের কোনো ঘাটতি নেই। অন্যান্য ওষুধও রয়েছে।