Last Updated on জুন ৬, ২০২৫ by
চাঁপাইনবাবগঞ্জে ট্রাক ও অটোরিকশার সংঘর্ষ, শিশুসহ চালকনিহত
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ট্রাক ও অটো রিকশার সংঘর্ষে অটো চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ সময় অটোরিকশাতে থাকা আরো ৫ জন যাত্রী আহত হন।
শুক্রবার (৬ জুন) সকালে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার চৌডালা বেলাল বাজার এলাকায় এ দুর্ঘটনায় ঘটে।
নিহতরা হলেন, গোমস্তাপুর উপজেলার চৌডালা বেনীচক গ্রামের আহসান হাবিবের ছেলে অটো চালক জাহিদ হোসেন ও অটো রিকশার যাত্রী একই উপজেলার বোয়ালিয়া ঘাট নগর এলাকার মিঠুনের ছেলে হাসান (১১)।
আহতরা হলেন, জেলার শিবগঞ্জ উপজেলার পিঠালী তলা এলাকার সোহবুলের ছেলে তৌহিদ (১৩), উজিরপুর এলাকার রুবেলে ছেলে সজিব (১৫), গোমস্তাপুরের সন্তোষপুরের ফারুকে ছেলে আলামিন (২০), গোমস্তাপুরের ইউসুফের ছেলে ইকবাল (২০) ও গোলাম রব্বানীর ছেলে আসিব।
গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রইস উদ্দিন জানান, সকালে শিবগঞ্জ-গোমস্তাপুর সড়কের চৌডালা বেলাল বাজার এলাকায় ট্রাক- অটো রিকশার মধ্যে সংঘর্ষ হয়। এতে অটোতে থাকা কয়েকজন যাত্রী গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক হাসানকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহত ৬ জনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হস্তান্তর করা হয়।
ওসি আরো জানান, পরে অটো চালক জাহিদ রামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
এ ঘটনায় থানায় মামলা করা হবে বলেও জানান ওসি।