চাঁপাইনবাবগঞ্জে ট্রাক ও মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত
চাঁপাইনবাবগঞ্জে ট্রাক ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তি পলাশ (৩৫), তিনি জেলার সদর উপজেলার মহারাজপুর গ্রামের মো. ডালিমের
ছেলে। এঘটনায় শিমুল (২৮) নামে একজন আহত হয়েছেন। আহত শিমুল কৃষ্ণগোবিন্দপুর মিয়াপাড়া গ্রামের একরামুল মিয়ার ছেলে।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন জানান, শুক্রবার (০১ জুলাই) রাত সাড়ে আটটায়
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন জানান, শুক্রবার (০১ জুলাই) রাত সাড়ে আটটায়
চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের ঘোড়াস্ট্যান্ড এলাকায় চাঁপাইনবাবগঞ্জগামী একটি ট্রাকের সঙ্গে বিপরিত দিক থেকে আসা
মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটর সাইকেল আরোহী পলাশ ও শিমুল গুরুতর আহত হন। এসময় তাদেরকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পলাশকে মৃত ঘোষণা করেন এবং শিমুলকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডবকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন।