বুধবার, ২৫ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮ জিলহজ, ১৪৪৬ হিজরি

Last Updated on ফেব্রুয়ারি ১৪, ২০২৫ by

চাঁপাইনবাবগঞ্জে টি-১০ ক্রিকেটে শাহ নেয়ামতুল্লাহ কলেজ চ্যাম্পিয়ন

‘এসো দেশ বদলাই-পৃথিবী বদলাই’- স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে টি-১০ ক্রিকেট টুর্নামেন্টে শাহ নেয়ামতুল্লাহ কলেজ ক্রিকেট দল চ্যাম্পিয়ন হয়েছে। রানার আপ হয়েছে হেফজুল উলুম এফকে কামিল মাদ্রাসা ক্রিকেট দল। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে শহরের পুরাতন স্টেডিয়ামে এই টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
তারুণ্যের উৎসব উপলক্ষে আয়োজিত এই টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রথমে ব্যাট করতে নেমে হেফজুল উলুম এফকে কামিল মাদ্রাসা ক্রিকেট দল নির্ধারিত ১০ ওভার খেলে ৭ উইকেট হারিয়ে ৪৩ রান সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমে শাহ নেয়ামতুল্লাহ ক্রিকেট দল ৮ ওভার ৩ বল খেলে ৪৪ রান তুলে নেয়। উইকেট খোয়াতে হয় ৬টি। খেলা শেষে পুরস্কার বিতরণ করা হয়। এউপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হাসান তরফদার। প্রধান অতিথির বক্তব্য দেন পুলিশ সুপার রেজাউল করিম। বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তরিকুল ইসলাম, নেজারত ডেপুটি কালেক্টর মীর আল মনসুর শোয়াইব, শাহ নেয়ামতুল্লাহ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কামরুজ্জামান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সেল সদস্য আশিক নেহাল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা আকিব মিয়া।
আলোচনা শেষে চ্যাম্পিয়ন ও রানার আপ দলসহ প্রতিষ্ঠান, ম্যান অব দ্য ম্যাচ ট্রফি বিতরণ করেন অতিথিবৃন্দ।
টুর্নামেন্টে জেলার মোট ১০টি কলেজ ও মাদ্রাসা ক্রিকেট দল অংশগ্রহণ করে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহযোগিতায় জেলা প্রশাসন এই টুর্নামেন্টের আয়োজন করে।

About The Author

শেয়ার করুন