চাঁপাইনবাবগঞ্জে ঝাঁজ বেড়েছে পেঁয়াজের চিনিও কম যায় না

21

চাঁপাইনবাবগঞ্জে বাড়তি দামে চাল, ডাল ও তেলের বাজার স্থিতিশীল থাকলেও নতুন করে বেড়েছে পেঁয়াজ, আদা ও চিনির দাম। গত কয়দিন আগের ১২০ টাকা কেজির চিনির দাম একলাফে কেজিপ্রতি ১৫ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১৩৫ টাকায়। পেঁয়াজের দাম কেজিপ্রতি ১৫-২০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৫০-৫৫ টাকায়। আর প্রতি কেজি আদা বিক্রি হচ্ছে ২০০ টাকা, যা কয়দিন আগেও ছিল ১৫০ টাকা।