চাঁপাইনবাবগঞ্জে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। অন্যদিকে ছাড়পত্র দেয়া হয়েছে ১৪জনকে। ভর্তি থাকা রোগীদের মধ্যে ৫ জন পুরুষ ও ২জন মহিলা রয়েছে। গত জানুয়ারি থেকে শুক্রবার সকাল পর্য়ন্ত সর্বোমোট জেলা হাসপাতালে প্রাপ্ত ডেঙ্গু রোগীর সংখ্যা ৮০ জন। ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল সূত্র এই তথ্য নিশ্চিত করেছেন।