চাঁপইনবাবগঞ্জে গতকাল শনিবার জেলা জাতীয় পার্টি-জাপা’র কার্যনির্বাহী কমিটির এক সভা স্থানীয় সাধারণ পাঠাগার মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সভা থেকে কেন্দ্রীয় কমিটির নবনির্বাচিত চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ, সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদ, কো-চেয়ারম্যান জিএম কাদের ও মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদারসহ নতুন কমিটিকে অভিনন্দন জানানো হয়েছে। জেলা জাপা’র সভাপতি অ্যাডভোকেট নজরুল ইসলাম সোনার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, জেলা জাপা’র সিনিয়র সহসভাপতি আলাউদ্দিন টিপু, সাধারণ সম্পাদক শাহজাহান আলীসহ সদর, শিবগঞ্জ, গোমস্তাপুর, নাচোল ভোলাহাট উপজেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদগণ। জেলা জাপা’র সাধারণ সম্পাদক শাহজাহান আলী জানান, নবনির্বাচিত চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদসহ অন্যান্য নেতৃবৃন্দকে অভিনন্দন জানানোর পাশাপাশি কেন্দ্রীয় কমিটির বর্তমান ভাইস চেয়ারম্যান একরামুল হকের পরিবর্তে আলাউদ্দিন টিপুকে ভাইস চেয়ারম্যান করার সিদ্ধান্ত নেওয়া হয়।